কুলাউড়ার মাস্টার শরাফত আলী স্কুল পরিদর্শনে প্রতিষ্ঠাতা

কুলাউড়ার মাস্টার শরাফত আলী স্কুল পরিদর্শনে প্রতিষ্ঠাতা
আব্দুল আহাদঃ মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ে ৩১ অক্টোবর শনিবার শুভেচ্ছা পরিদর্শন করলেন স্কুলের প্রতিষ্ঠাতা মো. শাহাদাৎ আলী। পরিদর্শনকালে সাথে ছিলেন বাংলাদেশ বেতারের অবসরপ্রাপ্ত সিনিয়র ইঞ্জিনিয়ার নওয়াব আলী এবং কিশোরীমোহন গার্ল্স স্কুলের (জাতীয় পুরস্কার প্রাপ্ত) প্রাক্তন প্রধান শিক্ষক স্যার ওবায়দুল লতিফ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্যে ওবায়দুল লতিফ শিক্ষার্থীদেরকে সৎপথে জীবনযাপন করে শিক্ষকদের আদেশ মেনে দিনের পড়া দিনে শেষ করার উপদেশ দেন। "পড়াশুনার কোন বিকল্প নেই" এ মর্মে ছাত্রদের উপদেশ দেন বাংলাদেশ বেতারের অবসরপ্রাপ্ত সিনিয়র ইঞ্জিনিয়ার নওয়াব আলী। প্রতিষ্ঠাতা শাহাদৎ আলী তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাল্য বিবাহ তথা উচ্চ শিক্ষিত না হয়ে বিবাহ আবদ্ধে আবদ্ধিত না হওয়া। কোন ছাত্র যেন অভাব অনুঠনের কারনে শিক্ষা থেকে ঝড়ে না সেদিকে আমার পক্ষ থেকে সর্বাত্তক সহযোগীতা থাকবে। শুরুতে স্কুলের শিক্ষার্থীরা আগত অতিথিদেরকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন। এসময় প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ স্কুলের ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post