![]() |
| বিপিএলে আইকনরা কে কোন দল পেলেন |
স্পোর্টস ডেস্কঃ অবশেষে বিপিএলর তৃতীয় আসরে লটারির মাধ্যমে প্লেয়ার বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে। বিপিএলের ৬ আইকন ক্রিকেটারের দলও চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার বিপিএল ‘প্লেয়ার্স বাই চয়েস’লটারি প্রক্রিয়ায় ছয় আইকন ক্রিকেটারকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিরা। জাতীয় দলের পেসার মাশরাফি বিন মর্তুজাকে লটারির মাধ্যমে দলে পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পেয়েছে রংপুর রাইডার্স। এছাড়া মুশফিকুর রহিমকে পেয়েছে সিলেট সুপারস্টার্স, তামিম ইকবাল খেলবেন নিজ বিভাগীয় দল চিটাগং ভাইকিংস’র হয়ে, মাহমুদউল্লাহ রিয়াদ বরিশাল বুলস ও নাসির হোসেন ঢাকা ডাইনামাইটসে দলে খেলবেন।
