নিউজ ডেস্কঃ গৃহকর্মীকে নির্যাতনের মামলায় আটক ক্রিকেটার শাহাদাত হোসেনের স্ত্রী জেসমিন জাহান নৃত্যর জামিন ও রিমান্ডের আবেদন নামঞ্জুর করে দিয়েছেন আদালত। রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান শাহাদাতের স্ত্রীকে হাজির করে ৫দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মো. ইউনুস খান তার জামিন ও রিমান্ডের উভয় আবেদন নাকচ করে দেন। রবিবার আদালতে নৃত্যর পক্ষে শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু। এর আগে গত ২১ সেপ্টেম্বর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা অনুযায়ী ঘটনার বর্ণনা দিয়ে একটি জবানবন্দি দিয়েছে ভিকটিম হ্যাপি। পরে রবিবার ভোররাতে রাজধানীর মালিবাগের একটি বাসা থেকে নৃত্যকে গ্রেফতার করা হয়। একই মামলায় ক্রিকেটার শাহদাত হোসেনও আসামি। তবে তিনি পলাতক আছেন।
ট্যাগ »
জাতীয়/সমগ্র বাংলা
