কুলাউড়ায় বর্নিল হস্তশিল্প মেলার উদ্বোধন

কুলাউড়ায় বর্নিল হস্তশিল্প মেলার উদ্বোধন
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় বর্নিল হস্ত শিল্প মেলার উদ্বোধন হয়েছে। ৩০ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টায় ডাক বাংলো মাঠে কুলাউড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান ও মেলা পরিচালনা কমিটির আহব্বায়ক মোহাম্মদ শাহাজানের সভাপতিত্বে ও মেলা কমিটির সাধারণ সম্পাদক উত্তম সিংহ রতনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান শাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, কুলাউড়া ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক জাফর আহমদ গিলমান, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি প্রভাষক মানঞ্জুরুল হক। স্বাগত বক্তব্য রাখেন মনিপুরি একাডেমির সভাপতি বিরেন সিংহ, মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব রাখি মণি সিনহা। অনুষ্ঠান শেষে মুণিপুরী ও খাসিয়া সম্প্রদায়ের জনপ্রিয় নৃত্য শিল্পিদের নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।উল্লেখ্য মসকপ সিলেট প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবদি বিভিন্ন শ্রেণির উদ্যোক্তাদের সুসংগঠিত করার লক্ষে এবং উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যাদির ব্যাপক প্রচার, প্রসার ও বাণিজ্যিক উন্নয়নের লক্ষে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আদিবাসি ক্ষুদে শিক্ষার্থীদের সাহায্যার্থে এ ধরনের মেলার আয়োজন করে থাকে।

Post a Comment

Previous Post Next Post