দিল্লি বিমানবন্দরে ইউএফও!

দিল্লি বিমানবন্দরে ইউএফও!
অনলাইন ডেস্কঃ ভারতের দিল্লিতে ইউএফও দেখা গেছে বলে জানিয়েছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ। শুক্রবার রাতে দিল্লির বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলার ইউএফও দেখতে পায়। এর আগে গত বুধবার ওড়িশ্যার ভুবনেশ্বর থেকে দিল্লিগামী বিমানের এক পাইলট ইউএফও দেখেছে বলে জানিয়েছে। খবর এই সময়ের। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ইউএফও তাদের বিমান বন্দর থেকে ৬ মাইল দূরে কোনও ফাকা স্থানে অবতরণ করার প্রস্তুতি নিচ্ছিলো। তীব্র লেজার রশ্মি প্রত্যক্ষদর্শীদের চোখে এসে পড়েছিল সেসময়। এ ধরনের রশ্মি আকাশে কোনও নভোযান থেকে ফেলা হয়েছিল কিনা। তা এখনো নিশ্চিত করে বলতে পারেনি ভারতের বিমানবাহিনী। তবে এ বিষয়ে ভারতের বিমানবাহিনীকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। কোনও বস্তুকে বিমানবন্দরের আশপাশের আকাশে ঘোরাঘুরি করতে দেখলে তাকে গুলি করে ভূপাতিত করার নির্দেশ দেয়া হয়েছে। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষকে এসবের জন্য হাই এলার্টে থাকতে বলা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post