সিলেটে এক ঘণ্টার জন্য নামবেন প্রধানমন্ত্রী

সিলেটে এক ঘণ্টার জন্য নামবেন প্রধানমন্ত্রী
সিলেটে এক ঘণ্টার জন্য নামবেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষ করে দেশে ফেরার পথে আগামী ৩ অক্টোবর এক ঘণ্টার জন্য সিলেটে নামবেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন তিনি। তবে তাকে বহনকারী বিমানটি সিলেটে পৌঁছার সময় নিশ্চিত হওয়া যায়নি। এ সময় ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে ছোট পরিসরে সংবর্ধনা দেয়ার কথা ভাবছেন সিলেট আওয়ামী লীগ নেতারা। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফেরার পথে সিলেটে এক ঘণ্টার যাত্রাবিরতি করবেন। সিলেট আওয়ামী লীগের সিনিয়র কয়েকজন নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে পারেন প্রধানমন্ত্রী।’ তিনি জানান, প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়ার বিষয়ে বৃহস্পতিবার এক সভায় সিদ্ধান্ত গৃহীত হবে। উল্লেখ্য, জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Post a Comment

Previous Post Next Post