এপেক্সিয়ান অপু স্মৃতি প্রাথমিক মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা-২০১৫ সম্পন্ন

এপেক্সিয়ান অপু স্মৃতি প্রাথমিক মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা-২০১৫ সম্পন্ন
আমিন জাহানঃ এপেক্স ক্লাবস অব বাংলাদেশ জেলা-৪ এর আয়োজনে এপেক্সিয়ান অপু স্মৃতি প্রাথমিক মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা-২০১৫ এর বৃত্তি পরীক্ষা গত ২৩/১০/১৫ ইং রোজ শুক্রবার রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে মৌলভীবাজার জেলার ২৯ টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ৩ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে । পরীক্ষা চলাকালীন বিভিন্ন সময়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে আসেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম.এম. শাহিন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান, কুলাউড়া পৌরসভার মেয়র কামাল উদ্দিন আহমেদ জুনেদ, কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শাহজালাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সফি আহমেদ সলমান, কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, সাপ্তাহিক সংলাপ পত্রিকার সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ , কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, বি.এইচ. সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম, লিটল স্টার একাডেমীর অধ্যক্ষ হিফজুল এনাম খান , আলহেরা ইসলামি একাডেমীর অধ্যক্ষ মোঃ মাসুক আহমদ ও সাপ্তাহিক মানব ঠিকানার স্টাফ রিপোর্টার আলাউদ্দিন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশ জেলা-৪ এর গভর্নর এপেঃ আহমেদ জাকারিয়া, এপেক্স ক্লাবস অব বাংলাদেশ এর লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টু, উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, পি.পি. এপেঃ ফজলুল হক, পি.পি. এপেঃ এফ.এম. ফৌজি চৌধুরী, পি.পি. এপেঃ তোফায়েল আহমেদ ডালিম, পি.পি. এপেঃ শহীদুল ইসলাম তনয়, ২০১৫ সভাপতি এপেঃ শাহীন আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডাঃ হেমন্ত চন্দ্র পাল। ক্লাব বোর্ড সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপেঃ শরীফ আহমদ, এপেঃ স্বপন কুমার দাস, এপেঃ জোবায়ের সোহেল, এপেঃ সুরমান আহমেদ। একটিভ ফ্লোর মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন এপেঃ আয়েশা আক্তার, এপেঃ জাহাঙ্গীর আলম, এপেঃ আব্দুল বাসিত, এপেঃ মোঃ আজিজুর রহমান, এপেঃ আলতাফ হোসেন, এপেঃ সোহেল আহমেদ এবং এপেঃ শফিউল আলম সৌরভ। এছাড়াও পরীক্ষা হল নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন মোহাইমিনুল ইসলাম মাহিন, ফজলে রাব্বি চৌঃ, খায়রুল কবির জাফর, এনায়েত মাহমুদ মাহি, রাফে আবু রাযিন, আবু রুম্মান চৌঃ, তওহীদ খান নাহিদ, শাহান আহমেদ, ফাহিয়া মোস্তাক শাম্মী, জয়দেব তুলি ও শিউলী চক্রবর্তী ।
হল পরিদর্শন করছেন সাবেক সংসদ সদস্য এম.এম. শাহিন
কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলামের সাথে এপেক্স ক্লাবের নেতৃবৃন্দ

হল পরিদর্শন করছেন কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফি আহমেদ সলমান
হল পরিদর্শন করছেন কুলাউড়া পৌরসভার মেয়র কামাল উদ্দিন আহমেদ জুনেদ
হল পরিদর্শন করছেন সাপ্তাহিক সংলাপ পত্রিকার সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ
উপস্থিত পরীক্ষার্থীদের একাংশ

এপেক্স ক্লাব অব বাংলাদেশ জেলা-৪ এর নেতৃবৃন্দ
হল পরিদর্শন করছেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল

Post a Comment

Previous Post Next Post