৮ নভেম্বর রাজন হত্যার রায়

৮ নভেম্বর রাজন হত্যার রায়
নিউজ ডেস্কঃ সিলেটের আলোচিত শিশু রাজন হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৮ নভেম্বর। মঙ্গলবার দুপুরে, মামলার দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা রায় ঘোষণার দিন ধার্য করেন। এর আগে, কামরুলসহ কারাগারে থাকা মামলার ১১ আসামি আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে শুরু হয় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। এসময় মামলার বাদীও আদালতে উপস্থিত ছিলেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন বিচারক। গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চোর সন্দেহে শিশু রাজনকে খুঁটির সঙ্গে বেধে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গত ১৬ আগস্ট ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। পরে পহেলা অক্টোবর থেকে শুরু হয়ে ৩৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয় ২১ অক্টোবর। ২৫ অক্টোবর থেকে শুরু হয় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন।

Post a Comment

Previous Post Next Post