এমএলএসএস’র ডাক্তার পদবী ব্যবহার করায় ২০হাজার টাকা জরিমানা

এমএলএসএস’র ডাক্তার পদবী ব্যবহার করায় ২০হাজার টাকা জরিমানা
তারেক হাসানঃ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের এমএলএসএস (নিজ বেতনে অফিস সহকারী) মোঃ আলমাছুর রহমানকে অবৈধ ভাবে ডাক্তার পদবি ব্যবহারের অপরাধে ও অভিযোগের ভিত্তিতে গতকাল ২৫অক্টোবর রবিবার দুপুরে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান ও উক্ত স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিক্যাল অফিসার মোঃ নূরুল হক তাৎক্ষনিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।  জানা যায় মোঃ আলমাছুর রহমান দীর্ঘদিন যাবত উপজেলা স্বাস্থ্য কেন্দ্র্রে চাকুরি করার সুবাদে তাহার নামের আগে অবৈধ ভাবে ডাক্তার পদবি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দায়েরকৃত অভিযোগ কারি হাজীপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের জাকারিয়া হোসেন জানান, তার স্ত্রী নিলুফা আক্তারের(২৮) একটি গ¬্যান্ড ১৪শ টাকার বিনিময়ে উক্ত ডাক্তার তার বাড়িতে অপারেশন করেন। পরবর্তিতে অবস্থার অবনতি ঘটলে তিনি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকের কাছে যান এবং অনেক অর্থের ও কষ্টের বিনিময়ে তার স্ত্রী আরোগ্য লাভ করেন।  জাকারিয়া হোসেন আরো জানান, অবৈধ পদবি ধারী উক্ত চিকিৎসকের হাতে তার এলাকা রনচাপ, গাজীপুর প্রভৃতি গ্রামের অনেক রোগি ক্ষতিগ্রস্থ হয়েছেন। তিনি কটারকোনা বাজারে আবেদ ফার্মেসিতে(বর্তমানে বন্ধ) চেম্বার করতেন।

Post a Comment

Previous Post Next Post