নিউজ ডেস্কঃ মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল করে ৬ অক্টোবরের মধ্যে পুনরায় পরীক্ষা নেয়া না হলে ৭ অক্টোবর সারা দেশে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। রোববার বিকেলে এই ঘোষণার পর এদিনের মতো অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়। সোমবার সকাল ৯টা থেকে শহীদ মিনারে আবারও অবস্থান কর্মসূচির ডাক দেন শিক্ষার্থীরা। রোববার সকাল থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগে রাস্তা অবরোধ করে। পরে দুপুরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিতে তাঁর কার্যালয়ে যাওয়ার পথে পুলিশ বাধা দিলে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা। কিছুক্ষণ অবস্থানের পর তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পার হয়ে শাহবাগ পৌঁছলে মিছিলটি আটকে দেয় পুলিশ। সে সময় আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নিলে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ট্যাগ »
জাতীয়/সমগ্র বাংলা
