কুলাউড়া উপজেলা বিএনপি নেতা শেখ অণু মিয়া আর নেই

মাহফুজ শাকিলঃ কুলাউড়া উপজেলা বিএনপি'র অন্যতম নেতা, হাজিপুর ইউনিয়নের দক্ষিণ ভূইগাঁও গ্রামের প্রবীণ মুরব্বী, বিশিষ্ট সমাজসেবক শেখ অণু মিয়া আর নেই। ( ইন্নালিল্লাহি....... রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি গতকাল ৯ অক্টোবর শুক্রবার সকাল ৬ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওইদিন বিকাল ৪ টা ৩০ মিনিটে হাজীপুর ইউনিয়নের দক্ষিণ ভূইগাঁও জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ শেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে অংশ নেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, হাজিপুর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ আলী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমস'র স্টাফ রিপোর্টার আব্দুল বাছিত বাচ্চুসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক,পেশাজীবী ও সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, মরহুম শেখ অণু মিয়া হলেন কুয়েত থেকে প্রকাশিত মাসিক ট্যাবলয়েড পত্রিকা দৃষ্টিনন্দন সিলেট'র সম্পাদক ও প্রকাশক, কুয়েতস্থ জালালাবাদ সমাজকল্যাণ সংস্থা'র যুগ্ম সম্পাদক, কুয়েতস্থ সমাজকল্যাণ সংস্থা কুলাউড়ার সভাপতি শেখ নিজামুর টিপু'র পিতা।

কুলাউড়া উপজেলা বিএনপি নেতা শেখ অণু মিয়া আর নেই

কুলাউড়া উপজেলা বিএনপি নেতা শেখ অণু মিয়া আর নেই

Post a Comment

Previous Post Next Post