জুড়ীতে সিএনজি শ্রমিকদের দ্বন্ধে চার ঘন্টা সড়ক অবরোধ

জুড়ীতে সিএনজি শ্রমিকদের দ্বন্ধে চার ঘন্টা সড়ক অবরোধ
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজার জেলা অটো টেম্পু বেবী মিশুক সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্র-২৩৫৯) এর অন্তর্ভুক্ত জুড়ী উপজেলা শাখার কমিটি গত জুন মাসে গঠন করে দেয় জেলা কমিটি। কিন্তু স্থানীয় একটি পক্ষ এ কমিটি মেনে নেয়নি। শনিবার সকালে নতুন কমিটি জেলা কমিটির নির্দেশে শ্রমিকদের শ্রমিক কার্ড করা ও নিয়মিত চাঁদা আদায়ের জন্য অভিযান চালায়। এতে ক্ষিপ্ত হয়ে বিদ্রোহী গ্র“প উপজেলার জাঙ্গিরাই ত্রিমোহনীতে রাস্তায় বেরিকেড দিয়ে সড়ক অবরোধ করে। প্রায় তিন ঘন্টা পর্যন্ত অবরোধে তিন পাশের রাস্তায় হাজার হাজার যানবাহন আটকা পড়ে। পরে জুড়ী থানা পুলিশ অকুস্থলে পৌঁছলে বেলা দুইটায় অবরোধ তুলে নেয়া হয়। এ সময় শতশত মহিলা ও শিশুসহ অসংখ্য রোগী আটকা পড়ে মারাত্বক দুর্ভোগ পোহাতে হয়। অবরোধকারীদের দাবি নতুন কমিটি অন্যায় ভাবে চাঁদাবাজি করছে। এদিকে নতুন কমিটির নেতৃবৃন্দ অভিযোগ প্রত্যাখান করে বলেন, পদবঞ্চিত হয়ে কিছু উশৃঙ্খল শ্রমিক সড়ক অবরোধ করেছে। শ্রমিক কার্ড করা ও শ্রমিক চাঁদা আদায় যদি চাঁজাবাজি হলে সাবেক কমিটি নয় বছর এভাবে চাঁদাবাজি করে লক্ষ লক্ষ টাকা আত্বসাৎ করেছে তার বিচার আগে হউক। জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ হামিদুর রহমান সিদ্দিকী বলেন, এটা সিএনজি শ্রমিকদের অভ্যন্তরীন বিষয়। পরিস্থিত স্বাভাবিক রয়েছে।

Post a Comment

Previous Post Next Post