গৃহকর্মী নির্যাতন: শাহাদাতকে কারাগারে পাঠানোর নির্দেশ

শাহাদাতকে কারাগারে পাঠানোর নির্দেশ
নিউজ ডেস্কঃ গৃহকর্মী নির্যাতনের মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন জাতীয় ক্রিকেট দলের পেসার শাহাদাত হোসেন। সোমবার সকালে সিএমএম কোর্টে আত্মসমর্পণ করেন তিনি। শাহাদত হোসেনকে মহানগর হাকিম ইউসুফের হোসেনের আদালতে হাজির করে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে জামিনের সিদ্ধান্ত দেবেন আদালত। এর আগে শনিবার রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর মালিবাগে শাহাদাতে'র শ্বশুরবাড়ি'তে অভিযান চালিয়ে তার স্ত্রী জেসমিন জাহান নিত্যকে গ্রেফতার করা হয়। পরে গতকাল নিত্যকে আদালতে হাজির করে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে তা বাতিল করে ৩দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন মহানগর হাকিম। গত ৬ সেপ্টেম্বর গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপীকে নির্যাতনের অভিযোগে শাহাদাত হোসেন রাজিব ও তার স্ত্রী নিত্য'র বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন স্থানীয় এক সাংবাদিক। এরপর থেকেই ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রী পলাতক ছিলেন।

Post a Comment

Previous Post Next Post