উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হারলো বাংলাদেশের যুবরা

উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হারলো বাংলাদেশের যুবরা
নিউজ ডেস্কঃ এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার লড়াইয়ে শেষ ম্যাচে উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরে গেছে বাংলাদেশ। এর ফলে তারা ‘এ’ গ্রুপের রানার্সআপ হলেও সেরা পাঁচ রানার্সআপ দলের একটি হতে না পারায় মূল পর্বে খেলার স্বপ্নপূরণ হলো না তাদের। টানা তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে উঠেছে উজবেকিস্তান। ১০ গ্রুপের চ্যাম্পিয়ন আর সেরা পাঁচ রানার্সআপ ২০১৬ সালে বাহরাইনের মূল পর্বে খেলার টিকেট পাবে। আয়োজক বাহরাইন সরাসরি খেলবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার শুরুতে তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় উজবেকিস্তান। বাংলাদেশ গোলরক্ষককে পরাস্ত করেন ফরোয়ার্ড দস্তোন ইব্রাগিমোভ। একটু পরই পাল্টা আক্রমণে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। মান্নাফ রাব্বী পোস্টের বাইরে বল মেরে তা নষ্ট করেন। প্রথমার্ধে আরো কোনো গোলের দেখা পায়নি কেউই। দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটে রক্ষণের ভুলে আরো পিছিয়ে পড়ে বাংলাদেশ। মিডফিল্ডার ইব্রাগিমোভের শট টুটুল হোসেন বাদশার পায়ে লেগে ঠিকানা খুঁজে নেয়। ৮০তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে নেয় উজবেকিস্তান। আর যোগ করা সময়ে ম্যাচের চতুর্থ গোলটি করেন সুখরোভ নুরুল্লোভ। শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ১-১ ড্র করে সাইফুল বারী টিটোর দল। তিন ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট।

Post a Comment

Previous Post Next Post