নিউজ ডেস্কঃ সারাদেশে রাজনীতি পরিস্তিতিতে যাই ঘটুক না কেন আপাত দৃস্টিতে নভেম্বর এর হালনাগাদ পৌরসভা নির্বাচন । তাই এবারের ঈদুল আযহা ও শারদীয় শুভেচ্ছা গুলো বিশেষ তাৎপুর্য মনে করছেন প্রার্থীরা। প্রচার প্রচারণায় স্থানীয় পত্রিকা থেকে শুরু করে বাদ যাচ্ছে না আরেক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও পাশাপাশি বড় বড় ফেস্টুন তোড়ন শোভা পাচ্ছে নগরীর ওলিগলি থেকে শুরু করে কুলাউড়া পৌড়সভার শুরু থেকে শেষ সীমানা পরযন্ত। এ যেন নির্বাচন এর শহর !
তাছাড়া পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শহরে যানজট তীব্র আকার ধারন করছে। তবে যানজট এই শহর বাসীর জন্য নতুন কিছু নয়। আর এই যানজট নিরসনে অনেকটা ক্যাম্বেসারের মত বর্তমান মেয়র রিক্সা নিয়ে ও সম্ভাব্য আরেক শক্তিমান প্রার্তী সি.এন.জিতে মাইক লাগিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ভাসন ও দিয়েছেন। যা নির্বাচনের আগে অনেকটা বাড়তি আমেজের সৃস্টি হয়েছে। তাছাড়া প্রার্থীরা সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াজ্ঞনে জোর ও দিচ্ছেন। এলাকার সচেতন নাগরিকরা তাদের নিরাশ করছেন না, তারা বলছেন নির্বাচন এলে ব্যালটের মাধ্যমে তারা প্রমান করবেন।