সিলেট (সদরের) জেলা প্রশাসক চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে সিলেটে শোকের ছায়া

চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে সিলেটে শোকের ছায়া
নিউজ ডেস্কঃ সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আবদুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে সিলেটে শোকের ছায়া নেমে এসেছে। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন। জহির চৌধুরীর মৃত্যুর সংবাদ শুনে বুধবার বিকেল থেকে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় করেন প্রয়াতের বাসায়। বুধবার বিকেল ৪ টায় তিনি নগরীর সাগরদিঘির পাড়স্থ বাসায় আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি বেশ কয়েক মাস থেকে খাদ্যনালীর ক্যান্সারে ভূগছিলেন। নিঃসন্তান সুফিয়ান চৌধুরী মৃত্যুকালে স্ত্রী ও অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ সকাল ১১ টায় আব্দুজ জহির চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত শহীদ মিনারে রাখা হয় মরদেহ। এসময় শোকাহত জনতার ঢল নামে শহীদ মিনারে। এসময় মরহুমের মরদেহে পুষ্পার্ঘ অর্পন করেন মুক্তিযোদ্ধা সংসদ, ঘাতক দালাল নির্মল কমিটি, পুলিশ প্রশাশন, জেলা প্রশাসন , জেলাপরিষদ প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর জানাযার জন্য মরদেহ নিয়ে যাওয়া হয় শাহজালাল (র.) দরগাহ প্রাঙ্গণে।

Post a Comment

Previous Post Next Post