ফ্রান্স প্রবাসীদের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

 ফ্রান্স প্রবাসীদের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
নিউজ ডেস্কঃ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। কুলাউড়া জনমিলন কেন্দ্রে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নেহার বেগম ও মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন অাহমদ, পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা মহিউজ্জামান, প্রচার সম্পাদক ইয়াকুব আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কাদির ও সঞ্চালনা করেন এসোসিয়েশনের সদস্য ও ফ্রান্স প্রবাসী মইনুল ইসলাম সবুজ।

Post a Comment

Previous Post Next Post