ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের বাধা

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের বাধা

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের বাধা

নিউজ ডেস্কঃ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস কোর্সের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ও ফলাফল বাতিলের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মেডিকেল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নিলে সেখানেও পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীরা ঢামেক হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নিয়েছে। সেখানে তাদের ঘিরে রেখেছে পুলিশ। আর শিক্ষার্থীরা ‘কলেজ প্রাঙ্গণে পুলিশ কেন, শিক্ষার্থীদের গায়ে হাত কেন’ ইত্যাদি স্লোগান দিচ্ছে। এর আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে ঢাকা, রাজশাহী, বরিশাল, সিলেট, ময়মনসিংহসহ দেশের বিভিন্নস্থানে বিক্ষোভ করেন মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। গত ১৮ সেপ্টেম্বর মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস কোর্সের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজসহ ৩ জনকে আটক করে র্যাব’র সদস্যরা। উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর সকাল ১০টায় সারাদেশে ২৩টি কেন্দ্রে (সরকারি ২২টি মেডিকেল ও একটি ডেন্টাল কলেজ) একযোগে পরীক্ষা শুরু হয়ে তা শেষ হয় বেলা ১১টায়।

Post a Comment

Previous Post Next Post