বিশ্বের সবচেয়ে খাটো মানুষ দাঙ্গি মারা গেছেন

বিশ্বের সবচেয়ে খাটো মানুষ দাঙ্গি মারা গেছেন
বিশ্বের সবচেয়ে খাটো মানুষ দাঙ্গি মারা গেছেন
নিউজ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে খাটো মানুষ চন্দ্র বাহাদুর দাঙ্গি মারা গেছেন। শুক্রবার সকালে আমেরিকান সামোয়া দ্বীপপুঞ্জের লিনডন বি. জনসন ট্রপিক্যাল মেডিকেল সেন্টারে ৭৫ বছর বয়সে মারা যান তিনি। ২১ দশমিক ৫ ইঞ্চি উচ্চতা সম্পন্ন বাহাদুর দাঙ্গি মৃত্যুর আগে নিউমনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। দাঙ্গির পারিবারিক বন্ধু ও বিখ্যাত র‌্যাম্বো সার্কাসের মালিক সুজিত দিলিপ বলেন, বিশ্বের সবচেয়ে খাটো মানুষ যাকে আমরা ভালবেসে প্রিন্স চন্দ্র নামে ডাকতাম তার মৃত্যুতে আমরা শোকের সাগরে ভাসছি। ২০১২ সালে বিশ্বের সবচেয়ে খাটো মানুষ হিসেবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম উঠে বাহাদুর দাঙ্গির। কোন রোগে আক্রান্ত হয়ে বাহাদুর মারা গেছেন এ ব্যাপারে কোনো তথ্য জানাতে অপারগতা প্রকাশ করে লিনডন বি. জনসন ট্রপিক্যাল মেডিকেল সেন্টারের এক মুখপাত্র জানান, মৃত্যুর আগে তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৩৩৫ মাইল দক্ষিণ-পশ্চিমের রিমখোলি গ্রামে বাস করতেন দাঙ্গি। ক্ষুদ্রতম মানুষ হিসেবে গিনেজ বুকে নাম ওঠার পর পরে তিনি বিশ্বভ্রমণে বের হন।

Post a Comment

Previous Post Next Post