মন্ত্রিসভায় অনুমোদন পেল অষ্টম পে-স্কেল

মন্ত্রিসভায় অনুমোদন পেল অষ্টম পে-স্কেল
নিউজ ডেস্কঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মন্ত্রিসভায় অনুমোদন পেল অষ্টম পে-স্কেল। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নতুন এই পে-স্কেলের অনুমোদন দেয়া হয়।  মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইঞা বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে বিষয়টি সাংবাদিকদের জানান। সচিব জানান, নতুন বেতন কাঠামো জুলাই মাস থেকেই কার্যকর হয়েছে। নতুন এ কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন হবে ৮ হাজার ২শ ৫০ টাকা এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা। জানা গেছে, মন্ত্রিসভায় অনুমোদন হওয়ার পরও পে-স্কেল চূড়ান্ত হতে অনেকগুলো কাজ করতে হবে। সেগুলো শেষ হতে আগামী অক্টোবর পর্যন্ত সময় লাগবে। তবে নতুন পে-স্কেল কার্যকর হবে জুলাই থেকেই। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড থাকছে না। সচিব বলেন, নতুন পে স্কেল অনুযায়ী নববর্ষ ভাতা চালু হবে। মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ছাড়া সব ভাতা দেয়া হবে নির্ধারিত হারে। নতুন ভাতা কার্যকর হবে আগামী বছরের জুলাই থেকে। সরকারি সবাই কর্মচারি হিসেবে গণ্য হবে। সচিব জানান, সশস্ত্র বাহিনীর প্রধানদের বেতন নির্ধারণ করা হয়েছে ৮৬ হাজার টাকা। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে গ্রেডের সেই অনুযায়ী বেতন পাবেন। তবে তাদের দাবি পর্যালোচনা করতে বলা হয়েছে বেতন বৈষম্য দূরীকরণ কমিটিকে। সচিব জানান, বেতন বৃদ্ধির হার গ্রেড ২০ থেকে ৬ষ্ঠ ৫ শতাংশ, ৫ম গ্রেড চার দশমিক ৫, গ্রেড চতুর্থ ও তৃতীয় ৪ শতাংশ এবং গ্রেড দ্বিতীয় ৩ দশমিক ৭৫ শতাংশ। গতকাল রোববার দিনভর কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন বিভাগ এর আনুষ্ঠানিকতা শেষ করে। এদিকে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এ বৈঠকের দিকে তাকিয়ে ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সেপ্টেম্বর মাসে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পে-স্কেল মন্ত্রিপরিষদ বৈঠকে অনুমোদনের জন্য তোলা হবে। তবে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড একসঙ্গে রাখার পক্ষে নন তিনি। এর মধ্যে যেকোনো একটি বাদ দেয়া হবে। জানা গেছে, নতুন বেতন কাঠামোতে যে ২০টি গ্রেড নির্ধারণ করা হয়েছিল তা বহাল থাকছে। গ্রেডের কোনো পরিবর্তন হচ্ছে না। পে-কমিশন ও সচিব কমিটির সুপারিশ অনুযায়ী টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদ দিয়েই নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি চূড়ান্ত করা হয়। কিন্তু কর্মকর্তা ও কর্মচারীদের চাপের মুখে সরকার নিজের অবস্থান থেকে কিছুটা সরে আসে।

Post a Comment

Previous Post Next Post