মেসির পর ইনজুরিতে পড়লেন ইনিয়েস্তা

মেসির পর ইনজুরিতে পড়লেন  ইনিয়েস্তা
মেসির পর ইনজুরিতে পড়লেন  ইনিয়েস্তা
স্পোর্টস ডেস্কঃ ইনজুরি সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না বার্সেলোনার। আদ্রিয়ানো, রাফিনিয়া, ক্লাওদিও ব্রাভো, লিওনেল মেসির পর এবার চোটে পড়ে মাঠ ছাড়ছেন বার্সার বিশ্বসেরা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বায়ার লেভারকুজেনের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচের ৬০তম মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ইনিয়েস্তা। ম্যাচ শেষে বার্সেলোনা কোচ লুইস এনরিকে বলেন, ‘ইনিয়েস্তার চোটের খবরটা ভয়াবহ।’ পরে স্পেনের চ্যাম্পিয়ন দলটি তাদের ওয়েবসাইটে তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ার বিষয়টি নিশ্চিত করে। এদিকে ইনিয়স্তার সেরে উঠতে কতদিন লাগবে বার্সেলোনা তা না জানালেও স্পেনের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তাকে তিন সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে। প্রসঙ্গত, স্পেনের লা লিগায় গত শনিবার লাস পালমাসের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান মেসি। ৭ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ডকে। এর আগে এএস রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হাঁটুর লিগামেন্ট ছিড়ে যায় ব্রাজিলের মিডফিল্ডার রাফিনিয়ার। পুরো মৌসুমের জন্যই মাঠের বাইরে থাকতে হবে তাকে। অন্যদিকে চোট নিয়ে মাঠের বাইরে আছেন আদ্রিয়ানো আর গোলরক্ষক ব্রাভোও। সম্প্রতি বার্সেলোনায় ফুটবলের চেয়ে চোটের মহড়াই যেন প্রবল হয়ে উঠেছে। অবশ্য বিষয়টি নিয়ে যথেষ্টিই উদ্বিগ্ন কাতালান ক্লাবটি।

Post a Comment

Previous Post Next Post