এম. মছব্বির আলী : কুলাউড়ায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাস ব্যাপী কর্মসূচির আলোকে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্টিত হয়। ৩০ আগস্ট রোববার বেলা ৩টায় কুলাউড়া জনমিলন কেন্দ্রে পুরস্কার বিতরন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, পুলিশের সাবেক এআইজি সৈয়দ বজলুল করিম বিপিএম। বিশেষ আতিথির বক্তব্য রাখেন কুলাউড়ায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান ফজলুল হক ফজলু, মৌলভীবাজার জেলা হিন্দু বৌদ্ব খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ইপা বড়–য়া, কুলাউড়া উপজেলা শ্রমিকলীগের আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাজাহান, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মেরী থাম, পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামিম, উপজেলা স্বেচ্চাসেবকলীগের যুগ্ম আহবায়ক হোসেন মনসুর। কুলাউড়া উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু জাহিদের পরিচালনায় অনুষ্টিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক হোসেন মনসুর উদ্দিন, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদ আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক নিয়াজুল তায়েফ, টিলাগাও বঙ্গবন্ধু কিশোর মেলার সভাপতি নয়ন আহমদ, বরমচাল বঙ্গবন্ধু কিশোর মেলার সভাপতি আং রহিম, ব্রাহ্মনবাজার বঙ্গবন্ধু কিশোর মেলার সভাপতি মনসুর আলম, প্রজন্ম-৭১ এর সভাপতি সৈয়দ জামিল আহমদ নাহিদ, ব্রাহ্মনবাজার রক্তদান ফাউন্ডেশনের সভাপতি মোঃ সেলিম আহমদ, কুলাউড়া উপজেলা নবীন লীগের সাধারন সম্পাদক আবুল মনসুর রাজন, প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিরা মাসব্যাপী রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ১৪১জন শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। পরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ক্রেষ্ট এবং ফুলের তোড়া প্রদান করা হয়। প্রধান অতিথি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলাকে ১লক্ষ টাকা আর্থিক অনুদানের আশ্বাস প্রদান করেন।