![]() |
কুলাউড়ায় অপহৃত স্কুলছাত্রী রাজনগর থেকে উদ্ধার |
নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলা থেকে অপহৃত স্কুলছাত্রী নাসরিন আফরিন সুইটিকে (১৩) রাজনগর উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। ৫ সেপ্টেম্বর শনিবার রাতে তাকে উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। এর আগে শনিবার সকালে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় বখাটে সোহেল মিয়া (২২) তার সহযোগীদের নিয়ে সুইটিকে অপহরণ করেন। নাসরিন আফরিন সুইটি কুলাউড়া উপজেলার দানাপুর গ্রামের আলফু মিয়ার মেয়ে ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। কুলাউড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মইনুউদ্দিন জানান, শনিবার সকালে সুইটি প্রাইভেট পড়ে ফেরার পথে তাকে অপহরণ করে সোহেল মিয়া ও তার সহযোগীরা। সুইটির বাবার এমন অভিযোগের ভিত্তিতে রাতে গোপন সংবাদ পেয়ে রাজনগর উপজেলায় অভিযান চালিয়ে সুইটিকে উদ্ধার করা হয়।