স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে স্টিভেন স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঢাকায় আসার কথা ছিল আগামীকাল (সোমবার ২৮ সেপ্টেম্বর)। নিরাপত্তার ঝুঁকি আছে এমন কথা বলে সোমবার বাংলাদেশ সফরে আসছে না অজিরা। নিরাপত্তা খতিয়ে দেখতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নিরাপত্তা প্রধান শন ক্যারলের নেতৃত্বে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়ার পরিদর্শক দল। বাংলাদেশের অস্ট্রেলিয়া সরকারের কাছে তারা রিপোর্ট জমা দেওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে কবে বাংলাদেশ সফরে আসবে দলটি। এর আগে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড জানায়, ‘দেশটির খেলোয়াড়দের ওপর জঙ্গি হামলা হতে পারে এমন সতর্কতার পর অস্ট্রেলিয়া টেস্ট দলের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে।’ অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেন, ‘পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের পরামর্শে আমরা খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে বাংলাদেশ সফর সাময়িক স্থগিত করেছি। খেলোয়াড়দের নিরাপত্তা বিবেচনায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কাদেশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখান থেকে একটি বিশেষজ্ঞ নিরাপত্তা দল বাংলাদেশে যাবে। তাদের তথ্যের উপর ভিত্তি করে সংশোধিত তারিখ চূড়ান্ত করা হবে।’ তিনি আরও জানান, ‘আমরা পরিকল্পনা মতো বাংলাদেশ সফরে যেতে চাই। তবে, তার আগে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। তাদের নিরাপত্তার বিষয়টিকে আগে অগ্রাধিকার দেব এবং এখানো কোনো আপোস করতে চাইনা।’ অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী আরও যোগ করেন, আমরা নিরাপত্তা দলের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। রিপোর্টের উপর ভিত্তি করে ম্যানেজার, সিকিউরিটি ম্যানেজার, টেকনিক্যাল স্টাফ, কোচিং স্টাফ ও ক্রিকেটার মিলে ২৭ সদস্যের দল যাবে বাংলাদেশে। এদিকে জানা যায় নিরাপত্তা ইস্যুতে দেশটির সরকার এবং ক্রিকেট অস্ট্রেলিয়া সন্তুষ্টি প্রকাশ করলেও একত্রে আসবেন না অস্ট্রেলিয়া দল। পাঁচ ভাগে ঢাকায় পাঁ রাখবে তারা। ক্রিকেটাররা আসার একদিন আগেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন অস্ট্রেলিয়া দলের ম্যানেজোর ও সিকিউরিটি ম্যানেজার। এরপর চারধাপে ক্রিকেটার ও অন্যরা আসবেন।
