![]() |
সিলেট স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা |
চৌধুরী রুম্মানঃ সম্মেলনের পরদিনই সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি নতুন কমিটির ঘোষণা দেন। নবগঠিত জেলা কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন আফসার আজিজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন জালাল উদ্দিন কয়েস। আর মহানগরের সভাপতি হয়েছেন সিলেট সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আফতাব হোসেন খান। এছাড়া সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতির পদ পেয়েছেন মুহিব-উস-সালাম রিজভি ও সাধারণ সম্পাদক হয়েছেন সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি দেবাংশু দাস মিঠু। দলীয় সূত্রে জানা যায়, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফখরুল ইসলাম ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেলাল আহমদকে কেন্দ্রীয় কমিটির সদস্য করার উদ্যোগ নেয়া হচ্ছে। প্রসঙ্গত, প্রায় একযুগ পর বৃহস্পতিবার সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।