![]() |
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে সমাজকল্যানমন্ত্রী (ফাইল ফটো) |
নিউজ ডেস্কঃ উন্নত চিকিৎসার জন্য সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীকে (৭০) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্স মন্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দুপুরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেওশ্য রওনা দেন মন্ত্রী। সেখানে পৌঁছাতে ৩-৪ ঘণ্টা লেগে যেতে পারে। এর আগে বেলা ১২টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান মহসিন আলী। এসময় তার সঙ্গে স্ত্রী সৈয়দা সায়রা মহসিন ও ছোট মেয়ে সৈয়দা সাবরিনা সুলতানা মহসিন রয়েছেন। এব্যাপারে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ৩ সেপ্টেম্বর নিউমোনিয়া, ডায়াবেটিস ও হার্টের সমস্যা নিয়ে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন মন্ত্রী। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে। এখন তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।