![]() |
| বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় ভারতের |
আমিন জাহানঃ বাংলাদেশ ‘এ’ দল ও ভারতের ‘এ’ দলের মধ্যকার ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে বৃষ্টি বিঘ্নিত দিনে বাংলাদেশকে ৭৫ রানে হারিয়ে ২-১ এ সিরিজ জিতেছে ভারত। বাংলাদেশের সংগ্রহ ৩২ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান। ভারত নির্ধারিত ৫০ ওভার শেষে ২৯৭ করলেও বাংলাদেশের ব্যাটিংয়ে বৃষ্টি বাধা দেয়ায় তাদের সামনে নতুন টার্গেট দাঁড়ায় ৪৬ ওভারে ২৯০ রান। কিন্তু ৩২ ওভারে বাংলাদেশ ১৪১/৬ রান করলেও আবারও বৃষ্টির হানা দেয়ায় নতুন টার্গেট হয় ৩২ ওভারে ২১৭ রান। এর ফলে বাংলাদেশের বিপক্ষে ৮৬ রানের জয় পায় ভারত। এর আগে টসে জিতে আগে ব্যাট করতে নামা স্বাগতিকরা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ২৯৭ রান। দলের হয়ে শতক হাঁকান আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে নিজেকে ফিরে পেতে লড়তে থাকা ভারতীয় তারকা ব্যাটসম্যান সুরেশ রায়না। এছাড়া সঞ্জু স্যামসনের ব্যাট থেকে আসে ৯০ রান। ব্যাটিংয়ে নেমে দ্রুতই উইকেট হারায় ভারত ‘এ’। দলীয় ৫ রানের মাথায় ওপেনার আগরওয়ালকে ফিরিয়ে দেন শফিউল ইসলাম। দলীয় ২০তম ওভারে আর ৮৭ রানের মাথায় উন্মুখ আরাফাত সানির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। এরপর জুটি গড়েন স্যামসন এবং রায়না। ১১৬ রানের বড় জুটি গড়ে দলকে দুইশোর কোটা পার করান তারা। দলীয় ২০৩ রানের মাথায় আল আমিনের বলে বোল্ড হন স্যামসন। ৯৯ বলে ১০টি চার আর একটি ছক্কায় স্যামসন তার ৯০ রানের ইনিংসটি সাজান। রায়না শেষ ওভারে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে শতক পূরণ করেন। রুবেল হোসেনের করা দলীয় শেষ ওভারে উইকেটের পেছনে লিটনের তালুবন্দি হন রায়না। বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৫৬ রান খরচায় দুটি উইকেট নেন শফিউল ইসলাম। এছাড়া একটি করে উইকেট নেন নাসির, আরাফাত সানি, রুবেল হোসেন এবং আল আমিন। সফরকারীদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন সৌম্য সরকার ও রনি তালুকদার। ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারের প্রথম বলেই সৌম্য ধাওয়াল কুলকার্নির বলে বোল্ড হয়ে বিদায় নেন। এরপর আরেক ওপেনার রনি তালুকদার ব্যক্তিগত ৯ রান করে সাজঘরে ফেরেন। টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে শুরুটা ভালো হয়নি হিথ স্ট্রিকের শিষ্যদের। ৪৪ রানের জুটি গড়েন লিটন দাশ আর মুমিনুল। ব্যক্তিগত ২১ রান করে কুলদিপ যাদবের বলে স্যামসনের তালুবন্দি হন লিটন। ৩৭ রান করে বিদায় নেন মুমিনুল হক। মুমিনুলের বিদায়ে ব্যাট হাতে আসেন গত ম্যাচের নায়ক নাসির হোসেন। তবে, প্রথম ওয়ানডেতে ৫২ আর দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ১০২ রান করা টাইগার এ অলরাউন্ডার সিরিজ নির্ধারণী ম্যাচে করেন ২২ রান। ২৭ বল মোকাবেলা করে দুটি চার আর একটি ছক্কা হাঁকিয়ে কর্ন শর্মার বলে বোল্ড হন নাসির। দলীয় ৭৭ রানে পঞ্চম উইকেট হারানো বাংলাদেশ ‘এ’ দলের ষষ্ঠ উইকেটের পতন ঘটে ১২৫ রানে। এরপর সাব্বির দলকে ৪১ রান অপরাজিত থেকে এগিয়ে নিয়ে গেলেও বৃষ্টির কারণে শেষ পর্যন্ত টার্গেট হয় ৩২ ওভারে ২১৭ রান। এর ফলে বাংলাদেশের বিপক্ষে ৭৫ রানের জয় পায় ভারত। প্রসঙ্গত, ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশ ‘এ’ দলকে ৯৬ রানে পরাজিত করে ভারত ‘এ’ দল। পরের ম্যাচে সিরিজে সমতায় ফিরতে মুমিনুল হকের নেতৃত্বে যাওয়া সফরকারী টাইগাররা স্বাগতিকদের ৬৫ রানে হারায়। শেষ ওয়ানডেতে ৭৫ রানের এই জয় তুলে নিয়ে ২-১ এ সিরিজ জিতে নেয় ভারত।
