![]() |
সিলেট নগরীর ছয়টি রাস্তায় যান চলাচল বন্ধ রাখার নির্দেশ |
চৌধুরী রুম্মানঃ সিলেট নগরীর ছয়টি রাস্তায় যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে এসএমপি পুলিশ। হযরত শাহজালালের মাজারে ৬৯৬তম পবিত্র ওরশ উপলক্ষে এসব রাস্তায় যানচলাচল বন্ধের নিদের্শনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন এসএমপি পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রহমত উল্লাহ। এছাড়াও ওরশ চলাকালে গাড়ি পার্কিংয়ের দিক নিদের্শনাও দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অলিকুল শিরোমনি ও ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহজালাল (র.) দরগাহ শরীফের বার্ষিক ওরশ শুক্রবার থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন কর্তৃপক্ষ। দরগাহ-ই হযরত শাহজালাল মজররদ ইয়ামনী (র.) সিলেট এর সরেকওম ( মোতাওয়াল্লী) ফতেহ উল্লাহ আল আমান জানান, আগামী ৪ সেপ্টেম্বর রাত সোয়া ৩টায় শেষ মোনাজাতের মাধ্যমে ওরশ সম্পন্ন হবে। এদিকে, ওরশ উপলক্ষে আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর মাজার বা আশপাশ এলাকায় কোন যানবাহন পার্কিং করা যাবে না। গাড়ি পার্কিং করার জন্য এমসি কলেজ সংলগ্ন বালুচর সড়কের এক পার্শ্বে এবং সুরমা বাইপাস হতে বিকেএসপি পর্যন্ত সড়কের আরেক পার্শ্বে পাকিংয়ের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও ওরশ চলাকালীন নগরীর আম্বরখানা হতে চৌহাট্টামুখী রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। আম্বরখানা পয়েন্ট হতে সব ধরনের যানবাহন সুনামগঞ্জ সড়ক এবং ইলেকট্রিক সাপ্লাই সড়কে যাতায়াত করবে।চৌহাট্টা হতে আম্বরখানামুখী রাস্তায় যানচলাটল বন্ধ থাকবে। চৌহাট্টা পয়েন্ট হতে রিকাবীবাজার সড়ক এবং নয়া সড়কে যানচলাচল করতে পারবে। দর্শন দেউরি হতে ঝর্ণারপাড় রাস্তায়, মিরের ময়দান হতে ঝর্ণারপাড় রাস্তা, আলিয়া মাদরাসা সড়কের পূর্বালী ব্যাংক গেট পর্যন্ত রাস্তায় সব ধরনের যানচলাচল বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার রহমত উল্লাহ জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশ আইন ২০০৯ এর ২৯ ধারার প্রদত্ত ক্ষমতা বলে ছয়টি রাস্তায় যানচলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।