কুলাউড়ায় ৯ ফুট লম্বা অজগর আটক

কুলাউড়ায় ৯ ফুট লম্বা অজগর আটক
কুলাউড়ায় ৯ ফুট লম্বা অজগর আটক
নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার হাজী নগর চা-বাগান থেকে নয় ফুট লম্বা আকৃতির একটি অজগর সাপ আটক করা হয়েছে। মঙ্গলবার আনুমানিক রাত ২টার দিকে অজগরটি আটক করা হয়। ৯ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪টার দিকে বন কর্মকর্তারা সাপটি নিয়ে যান। হাজী নগর চা বাগানের ব্যবস্খথাপক প্রদীপ চক্রবর্তী জানান, গভীর রাতে চা বাগানের পাশের একটি সেকশনে নিরাপত্তা ইনচার্জ রফিকুল ইসলাম সাপটি দেখতে পান। এ সময় তিনি দুই নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়ে রশি দিয়ে সাপটি বেঁধে ফেলেন। বুধবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রাণি সম্পদ কর্মকর্তাকে জানালে তিনি শ্রীমঙ্গল বন বিভাগকে জানান। বিকেল ৪টার দিকে বনবিট কর্মকর্তা মাহমুদ উল্লাহসহ কয়েকজন সাপটি খাঁচাবন্দি করে নিয়ে যান। বনবিট কর্মকর্তা মাহমুদ উল্লাহ জানান, ৯ ফুট লম্বা অজগরটি স্বাস্থ্য পরীক্ষার পর লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

Post a Comment

Previous Post Next Post