বাল্যবিবাহ থেকে রক্ষা পেল সপ্তম শ্রেনীর ছাত্রী

বাল্যবিবাহ থেকে রক্ষা পেল সপ্তম শ্রেনীর ছাত্রী
বাল্যবিবাহ থেকে রক্ষা পেল সপ্তম শ্রেনীর ছাত্রী
নিউজ ডেস্কঃ ২৮ সেপ্টেম্বর দুপুর ১টা ৩০মিনিটে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নাধীন নঈমপুর গ্রামে বাল্য বিবাহ এর উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান। কুলাউড়া মহিলা বিষয়ক অফিসার সেলিনা ইয়াসমিন জানান, উপজেলার টিলাগাঁও ইউনিয়নের নঈমপুর গ্রামের হারিছ মিয়ার মেয়ে ও টিলাগাও আজিজুন নেছা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী রুমানা আক্তার সেনা(১৪)কে তার পিতা ২৮ সেপ্টেম্বর একই উপজেলার ব্রাম্মনবাজার ইউনিয়নে হিঙ্গাজিয়া গ্রামের সুরুজ আলীর সাথে আনুষ্টানিকভাবে বিয়ে সম্পন্ন করতে দিন তারিখ ঠিক করেছিলো। গোপন সংবাদেন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে রুমানাকে বাল্য বিবাহ থেকে রক্ষা করলেন । পরে কোট বসিয়ে কণের পিতা মোঃ হারিছ মিয়া(৫৫)কে বাল্য বিবাহ নিরোধ আইনে ১০ (দশ) দিনের বিণাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। হারিছ মিয়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের নঈমপুর গ্রামের মৃত আছকর মিয়ার ছেলে। বিবাহ কাজে বয়সের নিবন্ধন মিথ্যা সনদপত্র সহায়তা করার জন্য একই ইউনিয়নের বৈদশাসন গ্রামের মৃত রজব আলীর ছেলে ৩নং ওর্য়াডের ইউপি সদস্য আব্দুল মালিক (৫০)কে বাল্য বিবাহ নিরোধ আইনে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনায় অংশ গহণ করেন কুলাউড়া মহিলা বিষয়ক অফিসার সেলিনা ইয়াসমিন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়স্টেনো, বিনয় চন্দ্র দেব, মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী জাহাঙ্গির হোসেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অফিস সহায়ক রুবেল আহমদ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post