![]() |
ইত্যাদি এবার রবীন্দ্রনাথের কুঠিবাড়ীতে |
বিনোদন ডেস্ক: হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। দীর্ঘ ২৬ বছর ধরে এই অনুষ্ঠানটি প্রচার হয়ে আসছে বিটিভিতে। বিগত বছর গুলোতে অনুষ্ঠানটি ধারণ করা হয়ে থাকে দেশের বিভিন্ন জেলার দর্শনীয় স্থান গুলোতে। এরই ধারাবাহিকতায় এবারের এই পর্বটি ধারণ করা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহের কুঠিবাড়িতে। শুধু তাই নয় এই পর্বে রয়েছে কুষ্টিয়ার অনুষ্ঠানস্থল কুঠিবাড়ি এবং লালনের জীবনদর্শনের ওপর দুটি বিশেষ তথ্যবহুল প্রতিবেদন। তার সঙ্গে থাকছে যথারীতি বিনোদন মূলক অনুষ্ঠান। ইত্যাদির এ পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ১১ সেপ্টেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর। পুনঃপ্রচারিত হবে ১৩ সেপ্টেম্বর, রোববার রাত ১০টার ইংরেজি সংবাদের পর। এটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।