![]() |
| কোলাহল ছেড়ে নাড়ির টানে ছুটছেন নগরবাসী |
নিউজ ডেস্কঃ ঈদ যতো এগিয়ে আসছে ততোটাই মানুষের ভিড় বাড়ছে ঢাকার রেলস্টেশন, লঞ্চঘাট আর বাস টার্মিনালগুলোতে। মঙ্গলবার ভোর থেকেই মানুষের উপচেপড়া সমাগমে ঘরে ফেরা মানুষের আনন্দ ছিল বাঁধভাঙা। আনন্দমুখর যাত্রায় উৎসবের আমেজ। কমলাপুর রেলস্টেশনে আসা হাজারও মানুষের অপেক্ষা ঘরে ফেরার। যেখানে অপেক্ষায় আছেন স্বজনরা। আর এই মানুষগুলো তাদের সঙ্গে শামিল হবেন ঈদের আনন্দ উদযাপনে। সদরঘাটে ভোর থেকেই দক্ষিণাঞ্চলের রুটগুলোতে ছেড়ে গেছে লঞ্চ। গত দু'দিন বৃষ্টি থাকায় যাত্রী ছিল কিছুটা কম। তবে আবহাওয়া ভালো হওয়ায় মঙ্গলবার উপচেপড়া ভিড় ছিল লঞ্চ টার্মিনালে। অন্যদিকে, ঢাকার বাস-টার্মিনালগুলো থেকে দেশের বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যাচ্ছে বাস। তবে রাজধানী থেকে বের হওয়ার মুখে কোথাও কোথাও যানজটে পড়তে হচ্ছে পরিবহনগুলোকে। তারপরও সবকিছুই হাসিমুখে মেনে নিচ্ছেন যাত্রীরা। আগামী কয়েকদিনের জন্য ইট-পাথরের রাজধানীকে ভুলে স্বজনদের সান্নিধ্য পাওয়ার আনন্দে বিভোর থাকবেন এই সব মানুষ।
