হজের নিরাপত্তায় অতিরিক্ত ১ লাখ সেনা মোতায়েন

হজের নিরাপত্তায় অতিরিক্ত ১ লাখ সেনা মোতায়েন
অনলাইন ডেস্ক: আগামী মঙ্গলবার থেকে হজ শুরু হচ্ছে। এতে অংশ নেওয়ার অপেক্ষায় থাকা মুসল্লিদের নিরাপত্তায় সৌদি আরবে নিয়মিত বাহিনীর পাশাপাশি প্রায় এক লাখ সেনা মোতায়েন করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরবনিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মেজর জেনারেল মনসুর আল-তুর্কি বলেন, হজের জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রচুর সংখ্যক মানুষ সৌদি আরবে অবস্থান করেন। চলতি বছর হজ করতে সারাবিশ্বের প্রায় ৩০ লাখ মানুষ সৌদি আরবে এসেছেন। তাদের নিরাপত্তায় সন্ত্রাসবিরোধী বিশেষ ইউনিট, ট্রাফিক পুলিশ এবং জরুরি সিভিল ডিফেন্স কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। নিরাপত্তাবাহিনীর এসব সদস্যের পাশাপাশি সেনাবাহিনী এবং ন্যাশনাল গার্ডের অতিরিক্ত এক লাখ সদস্য হাজিদের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। আরবনিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি আরবে সম্প্রতি দায়েশ গ্রুপের (একটি জঙ্গি সংগঠন) আক্রমণের পরিমাণ অনেক বেড়েছে। তাদের আক্রমণে চলতি বছর কয়েক ডজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। মনসুর আল-তুর্কি বলেন, সৌদি আরবের কোনো স্থান জঙ্গিদের নিয়ন্ত্রণে নিতে দেওয়া হবে না।

Post a Comment

Previous Post Next Post