বিনোদন ডেস্ক: ৮৪ বছর বয়সী রাশিয়ান অভিনেতা ইভান ক্র্যাসকো তার চেয়ে ৬০ বছরের জুনিয়র এক নারীকে বিয়ে করে ঘর-সংসার শুরু করার ঘোষণা দিয়েছেন। কমিউনিস্ট সোভিয়েত আমল ও পরবর্তী সময়কালে সব মিলিয়ে মোট ১৪০টি সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য রাশিয়ার সিনেমা শিল্পে বিখ্যাত হয়ে আছেন ইভান। কিংবদন্তীর এই রাশিয়ান অভিনেতা তার সাবেক ছাত্রী ২৪ বছর বয়সী নাটালিয়া শেভেলকে গতকাল প্রায় গোপনে বিয়ে করেন। সেন্ট পিটার্সবার্গ-এ সামান্য কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে নাতনীর বয়সী শেভেলকে বিয়ে করেন ইভান। নানা জনের নানা সমালোচনা সত্ত্বেও এই জুড়ি নিজেদেরকে ঈশ্বর নির্ধারিত বলে আখ্যায়িত করেন। রাশিয়ান গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাতকারে তারা এই কথা বলেন। ছয় সন্তানের জনক ইভানের সঙ্গে শেভেলের সাক্ষাৎ হয় সেন্ট পিটার্সবার্গের ইনস্টিটিউট অব লিবারেল এডুকেশনে। ইভান সেখানে চারুকলা বিভাগে পড়াতেন। মিস শেভেলও ছিল ইভানের ছাত্র-ছাত্রীদের একজন। ইভানকে দেখে শুরু থেকেই প্রেমে পড়ে যান শেভেল। এরপর একটা সময়ে শেভেল তাকে নিয়ে কবিতা লেখা শুরু করেন। আর ওই কবিতাই নাকি শেভেলের প্রতি দুর্বল হয়ে পড়ার ক্ষেত্রে তার উপর ব্যাপক প্রভাব বিস্তার করে বলে জানান ইভান। এর আগে আরো তিন বার বিয়ের পিড়িতে বসেছেন ইভান। শেভেলের কবিতা প্রসঙ্গে ইভান বলেন, ‘তার কবিতার শব্দগুলো অতীতে আমি নিজেকে যে ধরনের মানুষ হিসেবে ভাবতে পছন্দ করতাম সেরকম একজনকে আমার মধ্যে পূণরায় জাগিয়ে তোলে; যে আমার ভেতর থেকে অনেক আগেই নাই হয়ে গিয়েছিল। কিন্তু তার কবিতা আমার আমিকে যেন পূনরুজ্জীবিত করল এবং আমার মধ্য থেকে যা কিছু হারিয়ে গিয়েছিল তার সবকিছুকেই যেন ফিরিয়ে আনল।’ বিয়ের পর ইভান তার তরুণী স্ত্রীকে নিয়ে সেন্ট্রাল মস্কোতে একটি অ্যাপার্টমেন্টে বসবাস করবেন বলে জানিয়েছেন। আগামী দুই সপ্তাহের মধ্যেই ইভান ৮৫ বছর বয়সে পা রাখবেন। ইভান জানান প্রথমদিকে শেভেলের সঙ্গে তার প্রেম ছিল অনেকটাই অবাস্তব কল্পনার মতো। কিন্তু তারা এখন সত্যিকার অর্থেই ঘর-সংসার করে বাচ্চা-কাচ্চা জন্ম দেওয়ারও চিন্তা করছেন। ছয় সন্তানের পিতা ইভানের ইতোমধ্যেই তিনটি নাতী-নাতনিও জন্মেছে। তবে অনেকেরই ধারণা শেভেল নিজ ক্যারিয়ারে দ্রুত উন্নতি করার জন্যই ইভানকে বিয়ে করছেন। তার মতো কিংবদন্তী অভিনেতার খ্যাতি ব্যবহার করেই শেভেল অভিনয় শিল্পে দ্রুত প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করবেন বলে অনেকের দাবি। কিন্তু ইভান ক্রেসকো এই ধরনের দাবি প্রত্যাখ্যান করে এ প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছেন, ‘এটা সত্যি যে শেভেল এখন বেকার। তবে আমাকে ব্যবহার করে সে নিজ ক্যারিয়ারের উন্নতির চেষ্টা করবে না বলেই আমার ধারণা। কারণ একজন অভিনেতা যখন শুধু নিজের নামের উপরই কাজ করেন এবং নিজেই নিজের ব্র্যান্ড তৈরি করেন তখনই শুধু তিনি সত্যিকার অর্থে সাফল্য লাভ করতে সক্ষম হন।’
