৯ মিনিটে ৫ গোল করে লেভেনডোভস্কির বিশ্বরেকর্ড

৯ মিনিটে ৫ গোল করে লেভেনডোভস্কির বিশ্বরেকর্ড
৯ মিনিটে ৫ গোল করে লেভেনডোভস্কির বিশ্বরেকর্ড
স্পোর্টস ডেস্কঃ খেলার মাঠে রেকর্ড ভেঙেই নতুন রেকর্ডের পাশে নিজের নাম লেখান বিশ্বতারকারা। উঠে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার সে কাজটিই করলেন বায়ার্ন মিউনিখের পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ট লেভেনডোভস্কি। জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগায় ৯ মিনিটে ৫ গোল করে রেকর্ড বুকে ইতিহাস সৃষ্টি করলেন তিনি। মঙ্গলবারের ওই খেলায় বায়ার্ন মিউনিখ ৫-১ গোলে হারায় উলফসবার্গকে। খবর এনডিটিভির। খেলায় প্রথম গোল হজম করে বায়ার্ন মিউনিখ। খেলার প্রথমার্ধ বায়ার্নের শেষ হয় ১-০ গোলে পিছিয়ে থেকে। উলফসবার্গের হয়ে ড্যানিয়েল ক্যালিগুরি সে গোল করেন। এরপর কেউ ভাবতে পারেনি রেকর্ড অপেক্ষা করছে বায়ার্নের জন্য। তখন বায়ার্নে মিউনিখের কোচ পেপ গার্দিওলা মিডফিল্ডার থিয়াগো আলকানটারাকে মাঠ থেকে তুলে নেন। তার বদলে নামান রবার্ট লেভেনডোভস্কিকে। আর খেলতে নেমে ৬ মিনিট পরই করে উলফসবার্গকে গোলের বন্যায় ভাসিয়ে দেন লেভেনডোভস্কি। ৩ মিনিট ১৯ সেকেন্ডে করেন হ্যাট্রিক। আর ৯ মিনিটে করেন ৫ গোল। জার্মান ফুটবল লিগে কম সময়ে হ্যাট্রিক ও কম সময়ে বেশি গোল করার রেকর্ড এখন একমাত্র তারই।

Post a Comment

Previous Post Next Post