নাগরী বর্ণে ছিলটি ভাষা স্বীকৃতি পরিষদ'' এর প্রথম নাগরি হরফের বই "নাগরি হরফ" এর মোড়ক উন্মোচন

নাগরি হরফের বই "নাগরি হরফ" এর মোড়ক উন্মোচন
 নাগরি হরফের বই "নাগরি হরফ" এর মোড়ক উন্মোচন
আমিন জাহানঃ নাগরী বর্ণে ছিলটি ভাষা স্বীকৃতি পরিষদ'' এর প্রথম নাগরি হরফের বই "নাগরি হরফ" এর মোড়ক উন্মোচন হলো ০২সেপ্টেম্বর ১৫ইং, বুধবার বিকাল ৫ঘটিকায়, আল হেরা লাইব্রেরী, মৌলভীবাজারে। নাগরি হরফ বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। উক্ত মোড়ক উন্মোচন অনুষ্টানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সমন্বয়ক শহীদুল ইসলাম ও সঞ্চালনায় কমলগঞ্জ উপজেলার যুগ্ম আহ্বায়ক হোসেন জুবায়ের। উক্ত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগরি হরফ বইয়ের প্রকাশক মুহিদুর রহমান, সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক তারেক হাসান চৌধুরী, মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, মৌলভীবাজার সরকারী কলেজ কমিটির সহ-সভাপতি শামসুল ইসলাম, মৌলভীবাজার পৌর কমিটির সমন্বয়ক মুজাহিদ উদ্দিন সহ প্রমুখ। বক্তারা বলেন সিলেটি ভাষা ও নাগরি লিপির ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং নাগরি ভাষার ইতিহাস,ঐতিহ্য সংরক্ষণ, লালন ও স্বীকৃতি অর্জনে কাজ করার লক্ষ্যে। আলোচনায় স্বাগত জানানো হয় পরিষদের প্রতিষ্টাতা ইতিহাসবিদ ড.মুমিনুল হক, তিনির একক প্রচেষ্টা ও সম্পাদনায় প্রকাশিত হয়। এই নাগরি হরফ বই ইতিহাসের পাতায় মাইল ফলক হয়ে থাকবে।

Post a Comment

Previous Post Next Post