ঈদ শেষে রাজধানীতে ফিরছেন নগরবাসী

ঈদ শেষে রাজধানীতে ফিরছেন নগরবাসী
নিউজ ডেস্কঃ ঈদুল আজহার পরে প্রথম সরকারি কর্মদিবস আজ। তারপরেও, গ্রামফেরত মানুষের ঢাকা ফেরা পুরোপুরি শুরু হয়নি। ঈদের তিন দিনের ছুটির চেয়ে যারা বেশি ছুটি নিতে পারেননি, মূলত তারাই ঢাকায় ফিরেছেন আজ। আর, ঈদে যাদের ছুটি মেলেনি এমন নগরবাসীরা এখনো ছাড়ছেন রাজধানী। দীর্ঘ যাত্রার ক্লান্তির ছাপ চোখে-মুখে। আবারও জীবিকার প্রয়োজনে আসতে হয়েছে কর্মব্যস্ত নগরী ঢাকায়। পিছনে ফেলে আসা প্রিয়জনের সাথে কাটানো আনন্দ-ক্ষণের রেশ শেষ হয়নি এখনো। ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ফিরেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। দেশের নানা অঞ্চল থেকে সড়ক পথে আসা মানুষের সংখ্যা ছিল কম। অধিকাংশ বাসেই ছিল অর্ধেক যাত্রী। বরং বাস কাউন্ডারগুলোতে এখনো গ্রামে যাওয়া মানুষের ভিড়। আর, রেলপথে ঢাকায় ফেরা যাত্রী ছিল কম। ঢাকার বাইরে থেকে ছেড়ে আসা ট্রেনগুলো নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে রাজধানীতে এসে পৌঁছেছে। তাই, এখনো যানজটের নগরী অনেকটাই ফাঁকা। আরো কয়েকদিন লাগবে নগরীর পুরোনো রূপে ফিরে আসতে।

Post a Comment

Previous Post Next Post