 |
কানাইঘাট ডিগ্রি কলেজে ছাত্রলীগের সংঘর্ষে আহত ১ |
নিউজ ডেস্কঃ আধিপত্য বিস্তারের জেরে সিলেটের কানাইঘাট ডিগ্রি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আব্দুল কাহার (২০) নামে এক ছাত্রলীগকর্মী গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কাহার কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সোমাবার কলেজ ক্যাম্পাসে হওয়া এ সংঘর্ষের সময় দুটি মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া হয়। কলেজের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক গিয়াস উদ্দিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুন সমর্থিত ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে সম্প্রতি কয়েক দফা সংঘর্ষ হয়েছে। সর্বশেষ সংঘর্ষে ২০ দিন কলেজ বন্ধ থাকার পর ২ সপ্তাহ আগে কলেজ খুলে। এরপর কলেজের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দুই গ্রুপই প্রস্তুতি নিচ্ছিল। সোমবার নাজমুল গ্রুপের কর্মীরা ক্যাম্পাসের পূর্ব গেইটে অবস্থান নেয়। খবর পেয়ে বেলা ১টার দিকে গিয়াস গ্রুপের ৪০/৫০ জন কর্মী কলেজে আসলে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় নাজমুল গ্রুপের কর্মী আব্দুল কাহারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে অপর গ্রুপ। সে কলেজের পাশের ধানক্ষেত দিয়ে পালিয়ে এক বাড়িতে আশ্রয় নেয়। সেখান থেকে তাকে উদ্ধার করে শিক্ষকরা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পুলিশ পাহারায় সিলেট ওসমানি হাসপাতালে পাঠান। কিছুদিন আগে কাহার ক্যাম্পাসে আরেক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে আহত করে বলে জানিয়েছেন তার সহপাঠীরা। সংঘর্ষের সময় দুটি মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া হয়। সোমবার বিকেল ৩টায় কলেজ অধ্যক্ষের সভাপতিত্বে এক বৈঠকে আগামী শনিবার পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করা হয়। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।