![]() |
জাতীয় শোক দিবস উপলক্ষে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন |
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে ১৫ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা ব্রাহ্মনবাজার ইউনিয়ন শাখার আয়োজনে এক চিত্রাংকন প্রতিযোগিতা ৭ আগস্ট শুক্রবার স্থানীয় জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত হয়। প্রায় ৩০০ ছাত্র/ছাত্রীর অনুষ্টিত চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরন আগামী ২২ আগস্ট কুলাউড়া অনুষ্টিত হবে। চিত্রাংকন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা কুলাউড়া উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল জলিল, সাধারন সম্পাদক আবু জাহিদ, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক হোসেন মনসুর আহমদ, বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা ব্রাহ্মনবাজার ইউনিয়ন শাখার সভাপতি মনসুর আহমদ, সাধারন সম্পাদক রাহেল আহমদ, ইউসুফ গনি কলেজের প্রভাষক মমদুদ হোসেন, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদ হোসেন, শ্রমিকলীগ ব্রাহ্মনবাজার শাখার আহবায়ক মিজানুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মনসুর আহমদ মিলাদ, ব্রাহ্মনবাজার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান, সাধারন সম্পাদক ইমন আহমদসহ স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।