মোহাইমিনুল ইসলাম মাহিনঃ কুলাউড়া উপজেলা যুবলীগের প্রয়াত সভাপতি ও জামান ট্রাভেলস্ এর স্বত্বাধিকারী মরহুম মোঃ খসরুজ্জামানের ১৪তম মৃত্যুবার্ষিকী আগামী ৮আগস্ট শনিবার। ২০০১ সালের এই দিনে তিনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। আওয়ামী পরিবারের নিবেদিত ও বিশ্বস্থ এই নেতা আমৃত্যু বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি ছিলেন। তিনি দুই মেয়াদে প্রায় ১৪বছর যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। যুবলীগের তিনি দীর্ঘদিন দায়িত্বে থাকলেও আওয়ামী ঘরোনার অনেক কর্মকান্ড তাকে ঘিরেই তখন পরিচালিত হতো। দলের আদর্শকে বুকে লালন করে শ্রম ও মেধা দিয়ে সংগঠনকে তিনি নিজের পরিবারের করে নিয়েছিলেন। তৎকালীন কুলাউড়া স্টেশন রোডে অবস্থিত জহুরা মার্কেটে তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান জামান ট্রাভেলসকে কেন্দ্র করে যুবলীগ, আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের কর্মকান্ড পরিচালিত হতো। কুলাউড়া পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ও মরহুম খসরুজ্জামানের একমাত্র ছেলে মোঃ তারেক হাসান জানান ১৪তম মৃত্যুবার্ষিকীতে এবার উপজেলা যুবলীগের আলোচনা সভা, দোয়া মাহফিল ও তাঁর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।