গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত: জাফর ইকবাল

গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত: জাফর ইকবাল
ভিসির অফিসের সামনে বৃষ্টির মধ্যে অবস্থান নেন জাফর ইকবাল
নিউজ ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) 'জয় বাংলা' স্লোগান দিয়ে ছাত্রলীগ শিক্ষকদের ওপর হামলা করে এই স্লোগানকে অপমান করেছে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেছেন, যে জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই স্লোগানের এত বড় অপমান তিনি তার জীবনে দেখিনি। তিনি বলেন, 'এখানে যে ছাত্ররা শিক্ষকদের ওপর হামলা চালিয়েছে, তারা আমার ছাত্র হয়ে থাকলে আমার গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত।' তীব্র মানসিক যন্ত্রণায় তাকে ভুগতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। রোববার সকালে ছাত্রলীগের হাতে ভিসিবিরোধী শিক্ষকদের লাঞ্ছিত হওয়ার ঘটনায় গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্তকালে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জাফর ইকবাল। সকালে 'মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ'র ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা ভিসি অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়াকে অফিসে প্রবেশে বাধা দিলে আগে থেকেই সেখানে অবস্থা নেওয়া ছাত্রলীগের কর্মীরা তাদের লাঞ্ছিত করে। এ সময় তারা 'জয় বাংলা' ও 'শাবিপ্রবির মাটি, ছাত্রলীগের ঘাঁটি' স্লোগান দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। ছাত্রলীগের হামলায় ৮-১০ জন শিক্ষক আহত হন বলে দাবি করেছেন 'মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ'র আহ্বায়ক অধ্যাপক ড. শামসুল আলম। এ সময় উপস্থিত না থাকলেও পরে ঘটনাস্থল ভিসি ভবনের পার্শ্ববর্তী রেজিস্ট্রার ভবনের সামনের পতাকা স্ট্যান্ডের নিচে একাকী অবস্থান নেন জাফর ইকবাল। আন্দোলনে অংশ না নিলেও ভিসির অপসারণ দাবিতে ৩৭টি প্রশাসনিক পদ থেকে একযোগে পদত্যাগকারী ৩৫ শিক্ষকের একজন ছিলেন জাফর ইকবাল। সরাসরি শিক্ষকদের আন্দোলনে অংশ না নিলেও আন্দোলনকারীদের প্রতি 'মায়া ও ভালোবাসা আছে' বলে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে অধ্যাপক জাফর ইকবাল বলেন, 'শিক্ষকরা যে কারণে আন্দোলন করছেন, আমি তা শতভাগ সমর্থন করি। এ উপাচার্য যোগদানের দুই মাস পর আমি তার সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছি। কারণ আমি দেখেছি, তিনি মিথ্যা কথা বলেন। যে ব্যক্তি মিথ্যা কথা বলেন, তার সঙ্গে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়।' তিনি বলেন, 'কীভাবে আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের লাঞ্ছিত করতে পারল? আর আমাকে সেটা এখানে বসে বসে দেখতে হলো! এই হামলার জন্য ভিসিকে দায়ী করে তিনি বলেন, উপাচার্যই ছাত্রলীগকে শিক্ষকদের ওপর লেলিয়ে দিয়েছেন।' ভিসির ভূমিকার সমালোচনা করে জাফর ইকবাল বলেন, 'তিনি যদি মনে করেন এভাবে আন্দোলন থামানো সম্ভব, তবে সেটা ভুল করছেন। শিক্ষকরা আন্দোলন করছেন কোনো পদের জন্য নয়, বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর জন্য।'

Post a Comment

Previous Post Next Post