অবৈধ সিম বিক্রি বন্ধে মাঠে নামছে বিটিআরসি

অবৈধ সিম বিক্রি বন্ধে মাঠে নামছে বিটিআরসি
নিউজ ডেস্কঃ নিবন্ধন ছাড়া মোবাইল ফোনের সিমকার্ড বিক্রি বন্ধে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি সাত দিনের ‘ক্র্যাশ প্রোগ্রামে’ নামছে। এ ধরনের সিম বিক্রি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে অভিযান চালাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হচ্ছে। চিঠি পাঠানো হচ্ছে সব জেলা প্রশাসককেও। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম রোববার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে ‘বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে’ এসব তথ্য জানান। বাজারে যত্রতত্র অনিবন্ধিত সিম বিক্রি নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, “কিছুদিন আগে জিপিও এলাকায় পরিদর্শনে গিয়ে দেখেছি অবৈধ আনরেজিস্টার্ড সিম বিক্রি হচ্ছে, এ বিষয়ে আমি ঘোষণা দিয়েছিলাম পাঁচ দিনের মধ্যে কাজ শুরু করব।” অনিবন্ধিত সিম বিক্রি বন্ধে বিভিন্ন পদক্ষেপের বিষয়ে তারানা হালিম বলেন, “ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য একটি চিঠি ড্রাফট করেছি, যেটি মন্ত্রণালয়ের মাধ্যমে যাবে, মোবাইল কোর্ট যেন বিভিন্ন জায়গায় তাদের কাজ শুরু করে।” তারানা হালিম (ফাইল ছবি) তারানা হালিম (ফাইল ছবি) “বিটিআরসির একটি মোবাইল টিম আছে। সেই টিম যেন সাতদিনের একটি ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেয়, যে আনরেজিস্টার্ড সিম আছে এবং বিক্রি হচ্ছে তা তারা বাজেয়াপ্ত করবে এবং আমরা এর সূত্রটি ধরতে চাই কোন রিটেইলারের মাধ্যমে আনরেজিস্টার্ড সিম বিক্রি হয়েছে এই সমস্ত দোকানে।” অভিযান চালাতে মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদেরও চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি। তারানা হালিম আরো বলেন, “ঢাকা শহরে যে ক্র্যাশ প্রোগ্রাম করা হবে সে রকম ডিসিরা তাদের এলাকায় অবৈধ সিম বাজেয়াপ্ত করবেন। মোবাইল কোর্টের মাধ্যমে যে জরিমানা ও শাস্তির বিধানগুলো আছে তা যেন কার্যকরভাবে প্রয়োগ করা হয়।” এসময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস, মো. আহসান হাবিব খানসহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post