এম শাহবান রশীদ চৌধুরীঃ কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান এর নেতৃত্বে হাজীপুর ইউনিয়নে মোবাইল কোটের্র অভিযান পরিচালনা করে আব্দুল কাইয়ুম (২২) নামে মাদক চোরাচালানীকে আটক করে ২বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার(২৩আগস্ট) হাজীপুর ইউনিয়নের মনু ব্রীজের পাশে অভিযান চালিয়ে ৫ বোতল ফেন্সিডিল ও ভারতীয় মদসহ –নিশ্চিন্তপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে আব্দুল কাইয়ুমকে আটক করে ভারতীয় মদ ও ফেন্সিডিলসহ মাদক চোরাচালানের সাথে জড়িত থাকার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ২২(গ) ধারায় ২ বছরের বিণাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় অংশ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুলাউড়া সার্কেলের পরিদর্শক মোঃ কামরুজ্জামান ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের স্টেনো বিনয় চন্দ্র দেব, বিজিবি আলীনগর ক্যাম্পের নায়েক সুবেদার তৌসিফ আলীসহ বিজিবি ফোর্স,সিপাহী মোঃ ইকবাল হোসেন,নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহায়ক মোঃ পাবলু মিয়া, রুবেল আহমদ প্রমুখ।