আবারো বাড়লো গ্যাস ও বিদ্যুতের দাম

আবারো বাড়লো গ্যাস ও বিদ্যুতের দাম
আবারো বাড়লো গ্যাস ও বিদ্যুতের দাম
নিউজ ডেস্কঃ পহেলা সেপ্টেম্বর থেকে আরেক দফা বাড়ানো হয়েছে গ্যাস ও বিদ্যুতের দাম। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাওরান বাজারে এনার্জি রেগুলেটরি কমিশনের সম্মেলন কক্ষে কমিশনের চেয়ারম্যান আব্দুর রব খান আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য জানান। গ্যাসের দাম বাড়ছে ২৬ দশমিক দুই নয় শতাংশ করে আর বিদ্যুতের দাম বাড়ছে ২ দশমিক নয় তিন শতাংশ হারে। সে হিসেবে গ্রাহক পর্যায়ে এক বার্নারের দাম বেড়ে হয়েছে ৬শ' টাকা আর দুই বার্নারের দাম বাড়ছে ৬শ' ৫০ টাকা করে। 
এদিকে অতীতের তুলনায় বর্তমানে দেশে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির ফলে, শিল্পখাতে বিদ্যুৎ সংযোগ নেয়ার শর্ত শিথিল করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এর ফলে শিল্প খাতের সংযোগ প্রক্রিয়ায় নীতিমালায় যে জটিলতা সৃষ্টি হয়েছিল তা কমে আসবে বলে দাবি বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের। বৃহস্পতিবার সকালে মন্ত্রী তার নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন তথ্য জানিয়েছেন। এর আগে চলতি মাসের ২৩ তারিখে শিল্পখাতে বিদ্যুৎ সংযোগের নীতিমালা সংক্রান্ত এক পরিপত্র জারি করে বিদ্যুৎ বিভাগ। সেখানে বলা হয়, নতুন সিদ্ধান্তের ফলে ১০ মেগাওয়াট পর্যন্ত চাহিদার ক্ষেত্রে বিতরণ কোম্পানিগুলোই সংযোগ দিতে পারবে। অন্যদিকে ১০ মেগাওয়াটের বেশি চাহিদার সংযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট আবেদন বিদ্যুৎ বিভাগে পাঠানোর বাধ্যবাধকতার কথাও বলা হয় পরিপত্রে। এমন সিদ্ধান্তের ফলে, স্থানীয় বিনিয়োগকারীসহ শিল্প উদ্যোক্তারা নিরবচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহ পাবেন বলে আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর। আগামী মাসে শুরু থেকে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

Post a Comment

Previous Post Next Post