হাসপাতাল থেকে ছাড়পত্র পেল শিশু সুরাইয়া

নিউজ ডেস্কঃ মাগুরার মায়ের গর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া প্রায় ১ মাস পর তার নিজ বাড়িতে ফিরে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে শিশুটিকে ছেড়ে দেয়া হয়। শিশুটির বাবা মা তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারছে বলে উচ্ছ্বাস প্রকাশ করেন। গত ১৬ই আগস্ট শিশু সুরাইয়াকে ২৩ দিন পর ইনসেনটিভ কেয়ার ইউনিট থেকে কেবিনে মায়ের কোলে হস্তান্তর করেছিল ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। শিশুটির সার্বক্ষণিক তত্বাবধায়ক চিকিৎসক কাজী হাসিনা মায়ের কোলে শিশুটিকে সুস্থ অবস্থায় দিতে পেরে অনেক আনন্দ প্রকাশ করেছেন। অন্যদিকে শিশু সুরাইয়াকে প্রধানমন্ত্রীর সহযোগিতায় বাবা মার কোলে ফিরিয়ে দেয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মুহাম্মদ নাসিম।

Post a Comment

Previous Post Next Post