রাজন হত্যা; কামরুলকে দেশে ফিরিয়ে আনা হবে

রাজন হত্যা; কামরুলকে দেশে ফিরিয়ে আনা হবে
নিউজ ডেস্কঃ সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেছেন, ‘সৌদি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, শিশু রাজন হত্যার প্রধান আসামি কামরুলকে ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে হস্তান্তর করবে।’ বৃহস্পতিবার রাতে তিনি এ তথ্য জানান। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বন্দি বিনিময় চুক্তি নেই। এরপরও কামরুলকে সহজেই দেশে ফিরিয়ে আনা হবে।’ উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে শিশু রাজনকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। তার লাশ গুম করার চেষ্টাকালে জনতার সহায়তায় পুলিশের হাতে আটক হয় মুহিদ আলম।। রাজনকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

Post a Comment

Previous Post Next Post