নাজমুল ইসলাম: কটি গাভী জন্ম দিল দু’টি বাচ্চা। গাভীটি এই প্রথম মা হয়েছে । প্রথম মা হলো এক সাথে ২টি বাচ্চা দিয়ে। ওই এলাকায় এমন বিরল ঘটনা এই প্রথম। গাভীটি মোটাসোটা না হয়েও ২ বাচ্চা দিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। গাভীটির মালিক ব্যবসায়ী আব্দুল লতিফ। তিনি এমন বিরল বিষয়টি প্রথমে সবার অগোচরে রাখার চেষ্টা করলেও পরে তা এ কান থেকে ওকান হয়ে এখন সবার জানা। যারা নতুন করে জেনেছেন তারা বাচ্চা দু’টি একনজর দেখার জন্য ভীড় করছেন তার বাড়িতে। আব্দুল লতিফ জানান, যে দিন গাভীটি বাচ্চা দেয় তারা প্রথম বাচ্চা প্রসবের পর এত ছোট বাচ্চা দেখে অবাক হয়ে যান। কিন্তু কিছু সময় যাওয়ার পর গাভীটি অনুরুপ আরেকটি বাচ্চা দিলে উপস্থিত সবার মধ্যে হৈ হুল্লুড় লেগে যায়। তখন তাদের আনন্দ চিৎকারে নিজ বাড়ির লোকজন ছাড়া প্রতিবেশীরাও ছুটে আসেন বাচ্চা দু’টি দেখার জন্য। এরপর থেকে তিনি গাভী ও বাচ্চা দুটিকে গোয়াল ঘরের বাহিরে বের না করে ওখানেই খাবার দিতেন। যাতে মানুষের কুদৃষ্টি পড়ে ক্ষতি না হয়। তারপর এভাবেই লুকিয়ে প্রায় ২ সপ্তাহ রাখা গেলেও এখন দিন দিন বাচ্চা দু’টি দুষ্ট হয়ে উঠেছে। এ ক’দিনে তারা মায়ের কাছে থেকে আর মালিকের অতিরুক্ত খাতির যতেœ বেশ ফুরফুরে হয়ে উঠেছে। তাই এখন তারা আর বদ্ধ ঘরে থাকতে চায়না। আর একসাথে লোকালয়ে বের হয়ে মায়ের সাথে ঘুরে বেড়ানোতে সবার দৃষ্টি কাড়ে।