এভারেস্টে ওঠার যাত্রাপথ খুলে দিলো নেপাল

এভারেস্টে ওঠার যাত্রাপথ খুলে দিলো নেপাল
এভারেস্টে ওঠার যাত্রাপথ খুলে দিলো নেপাল
নিউজ ডেস্কঃ এভারেস্টে ওঠার যাত্রাপথটি খুলে দিয়েছে নেপাল সরকার। চলতি বছরের এপ্রিল মাসে ভূমিকম্পের পর রাস্তাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ভয়াবহ ওই ভূমিকম্পের কারণে এভারেস্টে বরফ ধসের ঘটনা ঘটে। এতে ১৯ পর্বতারোহীর মৃত্যু হয়। এরপরই যাত্রাপথটি বন্ধ করে দেয় নেপাল সরকার। এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এরই মধ্যে এভারেস্টে ওঠার যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন জাপানি পর্বতারোহী নবুকাজু কুরিকি। আগামী মঙ্গলবার তিনি নেপালের খুলে দেয়া রাস্তা দিয়ে এভারেস্ট যাত্রা করবেন। সব ঠিকঠাক থাকলে তিনিই হবেন ভূমিকম্পের এভারেস্ট যাত্রা করা প্রথম পর্বতারোহী।

Post a Comment

Previous Post Next Post