মৌলভীবাজারে অটোরিক্সা চালকদের অবস্থান ধর্মঘট

মৌলভীবাজারে অটোরিক্সা চালকদের অবস্থান ধর্মঘট
মৌলভীবাজারে অটোরিক্সা চালকদের অবস্থান ধর্মঘট
হোসাইন আহমদ: দুর্ঘটনা এড়াতে মহাসড়কে সিএনজি চালিত অটোরিক্সা চলাচল বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে সারা দেশের ন্যায় মৌলভীবাজারে অবস্থান কর্মসূচি, ধর্মঘট ও খন্ড খন্ড মিছিল করছে অটোরিক্সা চালকরা। সোমবার সকাল থেকে শহরের চাঁদনীঘাট, চৌমুহনী, কুসুমবাগ, বেরীরপার, ঢাকা বাসস্ট্যান্ট, শমসেরনগর রোডসহ শহরের ছোট-বড় বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি ও ধর্মঘট পালন করছে অটোরিকশা চালকরা। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল ধর্মঘট ও অবস্থান কর্মসূচি চলবে। এদিকে, ধর্মঘট অবস্থান কর্মসূচির কারণে অটোরিক্সা চলাচল বন্ধ থাকায় বিপাকে পরে মৌলভীবাজারের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে যাত্রীদের গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে। মৌলভীবাজার জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি বলেন, মহাসড়কে অটোরিকশা-টেম্পু চলাচলে সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত সিএনজি চালিত অটোরিক্সা চালকরা অনির্দিষ্টকাল ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করবে বলেও তিনি জানান । মৌলভীবাজার ট্রাফিক ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মৌলভীবাজার জেলা অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়ন অবস্থান কর্মসূচি ও ধর্মঘট ডাকলেও যান চলাচল স্বাভবিক রয়েছে। আমরা তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিবনা।

Post a Comment

Previous Post Next Post