পাকিস্তান সুপার লিগে বাংলাদেশি দুই ক্রিকেটার

পাকিস্তান সুপার লিগে বাংলাদেশি দুই ক্রিকেটার
আমিন জাহানঃ অবশেষে আলোর মুখ দেখছে পাকিস্তানের সুপার লিগ (পিএসএল)। আগামী বছরের ফেব্রুয়ারিতে কাতারের রাজধানী দোহায় শুরু হচ্ছে দেশটির প্রথম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আর এ টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশি দুই ক্রিকেটার। বুধবার পিসিবির নির্বাহী কমিটির প্রধান নাজাম শেঠী এ ঘোষণা দেন। পাকিস্তান সুপার লিগের জন্যে ২৫ বিদেশী ক্রিকেটারকে নির্বাচন করেছে পিসিবি। এর মধ্যে বাংলাদেশের দুই ক্রিকেটাররাও রয়েছে। বিষয়টি নিশ্চিত করলেও খেলোয়াড়দের নাম প্রকাশ করেননি নাজাম শেঠী। এ ব্যাপারে তিনি বলেন, `আমরা ৪০ জন বিদেশী ক্রিকেটারের সঙ্গে কথা বলেছি। আশা করছি, লিগে আমরা ২৫ ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারব। ২৫ ক্রিকেটারের মধ্যে ১৫ ক্রিকেটারই হবে বিশ্বমানের। এর মধ্যে চারজন ওয়েস্ট ইন্ডিজের। এ ছাড়া বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা থেকে দুজন করে ক্রিকেটার থাকবে।`গণমাধ্যমকে তিনি আরও বলেন, `আগামী বছরের ৪ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত দোহায় পিএসএলের প্রথম আসর অনুষ্ঠিত হবে। টুর্মামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে এক মিলিয়ন ডলার। আমরা বিদেশী ক্রিকেটার ও স্পনসর থেকে যথেস্ট সাড়া পাচ্ছি।`

Post a Comment

Previous Post Next Post